অনলাইনে ব্যাবসা করতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার || What are the features needed to do business online?

 অনলাইনে ব্যাবসা করতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার || What are the features needed to do business online? 

ই কমার্সের আটটি সতন্ত্র  বৈশিষ্ট্য রয়েছে, যা প্রথাগত ঐতিহ্যবাহ্য ব্যবসায়িক চিন্তাকে চ্যালেঞ্জ জানায় এবং কেন আমাদের ই কমার্স সম্পর্কেএত আগ্রহ রয়েছে তা ব্যাখ্যা করে।  ই কমার্সের এই বৈশিষ্ট্যগুলো ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে অনেক গুলো নতুন সম্ভাবনার পরামর্শ দেয়।  নিম্নে তা বর্ণনা কা হলো| 


সর্বব্যাপিতা : ই কমার্সের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো সর্বক্ষেত্রে ব্যাপকতা।  প্রচলিত বানিজ্যের ক্ষেত্রে আমরা একটি নির্দিষ্ট মার্কেটে গিয়ে পণ্য ক্রয় করে থাকি।  কিন্তুই কমার্সের ক্ষেত্রে আমরা যেকোনো জায়গায় বসে যে কোনোমার্কেট থেকে পণ্য অর্ডার করতে পারি।

 



গ্লোবাল রিচ: ই কমার্স প্রযুক্তি সাংস্কৃতিক, আঞ্চলিক ও জাতীয় সীমানা ছাড়িয়ে যাওয়ার জন্য প্রথাগত বানিজ্যের চেয়ে অনেক সুবিধা দিয়ে থাকে এবং এটি অনেকাংশে স্বল্প ব্যয়ী হয়ে থাকে।  এর ফলে ইকমার্স বণিকদের জন্য সম্ভাব্য বাজারের আকার বিশ্বের অনলাইন জনসংখ্যার প্রায় সমান।




আন্তর্জাতিক মান : ই কমার্স প্রযুক্তির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট হলো ইন্টারনেটের প্রযুক্তি গত মান।  বেশিরভাগ প্রথাগত বাণিজ্যির ক্ষেত্রে প্রযুক্তি গুলো ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন হয়ে থাকে।  ই কমার্স এক্ষেত্রে  একটি সামঞ্জস্য প্রদান করে


তথ্যের ঘনত্ব : ই কমার্স প্রযুক্তি তথ্যের ঘনত্বকে ব্যাপক ভাবে বৃদ্ধি করে।  এক্ষেত্রে এটি অংশগ্রহনকারি ভোক্তা ও বণিকদের  সামগ্রিক যোগাযোগের ব্যয় কে হ্রাস করে।



সামাজিক প্রযুক্তি : পূর্ববর্তী সকল প্রযুক্তির চেয়ে ই কমার্স প্রযুক্তি গুলো বিশ্বব্যাপি বিভিন্ন সম্প্রদায়ের জন্য সুবিধা ও সুযোগ তৈরি করে থাকে।  ভাগাভাগি সুযোগ নেয়ার পন্থা তৈরি করে আরো বেশি সমাজিক হয়ে উঠেছে।এই ধরনের যোগাযোগ ব্যবহার করেব্যবহার কারীরা শক্তিশালী সামাজিক যোগাযোগ তৈরি করতে পারে।।




লিখেছেন : প্রশান্ত দাশ

#Prashantadas
#restwithcode
#businessstregety
#businesstips&trics
#ecommerce



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ