নিজের ব্যবসায়কে কিভাবে বিলিয়ন ডলারে পরিনত করবেন || How to turn your business into a billion dollar business :
বিজনেস মডেলের মূল উপাদান গুলো : শুধুমাত্র এই বাণিজ্য ই নয় যেকোনো সফল ব্যবসায়ের মডেল বিকাশের জন্য কিছু উপাদান রয়েছে যা কার্যকরী হলে ব্যবসায় সফল হয়। নিচে তা বর্ণনা করা হলো
মূল্যে প্রস্তাব ঃ কোন সংস্থার মূল্যে প্রস্তাবটি তার ব্যবসায়িক মডেলের একেবারে কেন্দ্রে থাকে। মূল্যে প্রস্তাব বলতে কোন সংস্থার পূর্ণ বা পরিষেবা কিভাবে গ্রাহকদের চাহিদা পূরণ করে তা বোঝায়। যেমন অ্যামাজন প্রতিষ্ঠার আগে একজন ক্রেতার বুক রিটেইলার এগিয়ে বইয়ের অর্ডার দিতে হতো। মাঝেমাঝে পছন্দের বইটি র উপলভ্য নাও থাকতে পারে বা গ্রহককে কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে এ বইয়ের দোকানে যেতে হবে। অ্যামাজন যে কোনো বইয়ের গ্রাহকের ক্ষেত্রে দিনে ২৪ ঘন্টা বই অর্ডার দেওয়ার ব্যবস্থা রয়েছে।
আয়কর মডেল : আয়কর মডেল বর্ণনা করে কিভাবে কোন ফার্ম উপার্জন করবে লাভ অর্জন করবে এবং সল্প বিনিয়োগে সর্বোচ্চ আয় কিভাবে করবে। আয়কর মডেলের সাথে আর্থিক মডেলের বিনিময় করা যায়। বেশিরভাগ মডেল গুলো নিম্নলিখিত কিছু সংমিশ্রণের উপর নির্ভর করে, যেমন বিজ্ঞাপন মডেল, সাবস্ক্রিপশন মডেল, লেনদেন ফি মডেল, বিক্রয় মডেল। এটি বিজ্ঞাপনগুলোর জন্য একটি ফোরাম তৈরি করে এবং বিজ্ঞাপন দাতাদের কাছ থেকে ফি গ্রহন করে।
বাজারের সুযোগ ঃ বাজারের সুযোগ বলতে কোম্পানির উদ্দেশ্যে করা মার্কেট প্লেসকে বোঝায়। বাজারে যেখানে আপনি প্রতিযোগিতা করবেন, সেখানে আপনি সর্বোচ্চ লাভের দিকটার প্রতি দৃষ্টিপাত করবেন। উদাহরণ স্বরূপ ধরে নেয়া যাক, আপনি কোন সফটওয়্যার কোম্পানি বিশ্লেষণ করছেন, যা ব্যবসায়ির কাছে বিক্রয়ের জন্য অনলাইনে সফটওয়্যার লার্নিং সিস্টেম তৈরী করে। সমস্ত বাজার বিভাগের জন্য সফটওয়্যার প্রশিক্ষন বাজারের সামগ্রিক আকার প্রায় $70 বিলিয়ন। সামগ্রিক বাজারটিকে মূলত দুটি প্রধান বাজারে বিভক্ত করা যেতে পারে। ১। প্রশিক্ষকের নেতৃত্বে প্রশিক্ষন পণ্য, যা বাজারের প্রায় ৭০%। ২। কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষন ৩০%।
পরিচালনাকারী দল : একটি ব্যবসায়িক মডেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি হল মডেলটিকে কাজ করার জন্য দায়বদ্ধ পরিচালনা দল তৈরি করা। একটি শক্তিশালী পরিচালনা দল বাইরের বিনিয়োগকারীদের বিশ্বাসযোগ্যতা বাজার নির্দিষ্ট জ্ঞান ও ব্যবসায়ী পরিকল্পনা বাস্তবায়নে অভিজ্ঞতা দিয়ে থাকে। বাজার ব্যবস্থাপনার মূলে শক্তিশালী একটি পরিচালনা দল বাজার দখল করার ক্ষেত্রে সবচেয়ে বড় নিয়ামক হতে পারে
#Prashantadas
#restwithcode
#businessstregety
#businesstips&trics
0 মন্তব্যসমূহ