গুগল ডেটা সেন্টারে কি কি আছে || Rest With Code
আপনি যখন মোবাইলে কাজ করেন তখন google data center এর সার্ভারগুলি আপনার ডাটাকে Back Up রাখে। তাই যখন দূর্ঘটনায় আপনার মোবাইল বা কম্পিউটার crash বা চুরি হয়ে যায় তখন এই ডাটা সেন্টার কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ডাটা ফিরিয়ে দিতে পারে। এই ডাটা সেন্টার এর সার্ভারগুলো Hard Drive কে এমন ভাবে track করে যাতে কেউ কোনভাবে Hack বা চুরি করতে না পারে। যদি কোন সমস্যা পাওয়া যায় তখন সাথে সাথে সে Hard drive কে নষ্ট করে ফেলা হয়। google ডাটা সেন্টারকে ব্যবহার করে গ্রাহকদের সেবা প্রদানের জন্য।
যেমন, গ্রাহকদের ডাটা স্টোর, Data transfer, data access, কম্পিউটার নোড গঠন, অভ্যন্তরীন ও বাহ্যিক নেটওয়ার্কিং, পরিবেশগত নিয়ন্ত্রন ও সফটওয়্যার অপারেশন ইত্যাদি। গুগল ২০১৬ সালের এক প্রতিবেদনে বলেছিল তাদের ২.৫ মিলিয়ন সার্ভার ছিল। কিন্তু কম্পিউটার এর ক্ষমতা বাড়ানোর কারণে এবং Hardware refresh দেওয়ায় তার সংখ্যা কমিয়ে এসেছে। এখন পর্যন্ত গুগলের North America এ ১৭ টি ডাটা সেন্টার আছে। south america এ ৩টি, europe এ আটটি, ও এশিয়ায় গুগলের ৭টি ডাটা সেন্টার আছে।
গুগল তাদের সার্ভারে যে সফটওয়্যার স্ট্যাক ব্যবহার করে তা বেশিরভাগই তৈরী করা হয়েছিল in - house.একজন গুগল কর্মচারীর মতে c ++, java, python. এগুলো হলো গুগলের পছন্দনীয় ল্যাংগুইজ, উদাহরনস্বরুপ, Gmail এর Backend কাজটি javaদিয়ে করা হয়েছিল। শুধু তা নয় google search engine এর backend কাজটি c++ এ করা হয়ে ছিল। গুগল স্বীকার করেছে যে তাদের বেশিরভাগ কাজই python program দ্বারা সম্পন্ন হয়।
0 মন্তব্যসমূহ